Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

মহিলা বিষয়ক

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে আমিরাবাদ ইউনিয়নে নিম্নোক্ত সেবাসমূহ পরিচালিত হয়-

 

ক্রঃনং

কার্যক্রম

সেবার ধরণ

সেবাদানকারী  কর্তৃপক্ষ

০১

বৃত্তিমূলক প্রশিক্ষণকার্যক্রম

বিভিন্নধরনের আয়বর্ধক বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষনেরমাধ্যমেমহিলাদেরআত্নকর্মসংস্থানের ব্যবস্থা করা। উপজেলা পর্যায়ে প্রশিক্ষণসমূহএমব্রয়ডারী ওসেলাই প্রশিক্ষণউন্নত জাতের হাস-মুরগী,গবাদি পশু পালন,মৎস্যচাষ,শাক-সবজিচাষ,বৃক্ষরোপনও পরিবেশ সংরক্ষণবিষয়ক প্রশিক্ষণপ্রদান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

০২

ভিজিডি কর্মসূচী

ভিজিডিকর্মসূচীর আওতায় দরিদ্র সীমার নীচে বসবাসকারী  মহিলাদের খাদ্যনিরাপত্তাসহপ্রশিক্ষণপ্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িত করণ।

ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়।

খ) আয় বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণদেয়া হয়

মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

০৩

দরিদ্র মা’র জন্য মাতৃত্ব কালীন ভাতা প্রদান কর্মসূচী

দরিদ্রমা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গর্ভবতী  মায়েদেরমাসিক৩৫০/-টাকা হারে দুই বৎসর মেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়।এছাড়াসমত্মান প্রসবের পর মা ও শিশু স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

০৪

মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণকার্যক্রম

ক্ষুদ্রঋণকার্যক্রমেরআওতায় দুঃস্থ অসহায় ওপ্রশিক্ষিতনারীদেরআত্নকর্মসংস্থানেরলক্ষ্যেক্ষুদ্রঋণপ্রদান করা হয়।কার্যক্রমের মাধ্যমেবিভিন্ন কর্মসূচীর আওতায় ১ থেকে ১৫,০০০/-(পনের)হাজারটাকা পর্যমত্ম ঋণপ্রদান করা হয়।ঋণ গ্রহীতার মূল টাকার সঙ্গে শুধু মাত্র ৫%থেকে ১০% হারেসার্ভিস চার্জ প্রদান করতে হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

০৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

মহিলাও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়েগঠিত নারীনির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয় ভাবে নারী ও শিশত্মনির্যাতনমূলকঅভিযোগের প্রেক্ষিতেপ্রয়োজনীয় আইনগত পদক্ষেপগ্রহনের ব্যবস্থাকরে।

মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার